এইতো, কারা রেখে গেছে নারকেল গাছির ওপরে
সমুদ্রিত আকাশ, উন্নত মুষল বনের
সাতটি ঋতুস্রাব দুগ্ধ দিগন্তরেখা;
হাড়ে হাড়ে জুড়ে যায় কুয়াশার ভেতরে
করোটিকা রোদ, চারদিকে কাঠচেরা আয়নার মুখ,
কনকনি পাতার টনটনে স্বর্গগমনে
শীতল হাওয়ার বুকে নাছোড় সওয়ার-
আমি কী আরও পাব ছায়াসূত্র, যাহারে খুঁজিতেছি!
3 thoughts on “যাহারে খুঁজিতেছি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ চমৎকার লেখাটি।
চমৎকার লেখা। পাঠে মুগ্ধতা রেখে পেলাম।
দারুণ কবিতা।