মোটামুটি সবকিছু চলে গেছে প্যাকেজে
প্যাকেজের আওতায় লেখকেও লেখে’যে।
প্যাকেজে ফিল্ম আছে, আছে টিভি নাটক
প্যাকেজেই মিলে যায় শ্রোতা আর পাঠক।
দলে আর লীগে ভরা প্যাকেজের নেতারা
প্যাকেজের বাইরে কী বাজে আজ সেতারা!
রাজনীতি দলাদলি প্যাকেজে যে চলছে
ভার্সিটি মেডিকেল প্যাকেজিংয়ে টলছে।
প্যাকেজের দুনিয়ায় প্যাকেজের মানুষ
প্যাকেজে জাত খুঁজে প্যাকেজের ফানুস।
3 thoughts on “প্যাকেজ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আপনার পদ্য লিখা গুলো কিন্তু দারুণ সুখপাঠ্য হয়। অভিনন্দন কবি।
অনবদ্য অনুপম কাব্য।
একদম ঠিক বলেছেন দাদা। শুভকামনা থাকলো।