বৃক্ষ আমাকে অরণ্য দিয়েছে।
কেন দিয়েছে এত সব, মোটেও
কখনো মিলিয়ে দেখিনি,
পাতাভেঙে বাঁকাচুরা ছায়া সে
পাখির মতো যতদূর উড়ে যাচ্ছে
আসন্ন আরেক ভোর, ডানা মেলছে;
সামান্য ছিল-রোদ, কাদায় নেমে
এসেছে বৃষ্টি, ইতোমধ্যে বিনিয়োগ হবে
এইতো ছোট্ট শিশুর মতো, শীতের সন্ধ্যা!
3 thoughts on “আসন্ন আরেক সব”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এসেছে বৃষ্টি, ইতোমধ্যে বিনিয়োগ হবে
ছোট্ট শিশুর মতো, শীতের সন্ধ্যা!
___ ঠিক তাই প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সকাল।
বেশ ভাবনাময় কবি দা
বাহ! অনবদ্য কাব্যের প্রকাশ