💦💦💦💦💦
চাঁদ মুছে যায়
বৃষ্টি ধারায়,
পাখিদের ডানা
হয়ে আসে ভার।
এসবের কারণ বুঝি,
বুঝি না কেবল
মন খারাপের মানে।
মন তুমি উদাস কেন
মধুর বাদল দিনে?
কে ছিলো তোমার?
কে নেই আর?
কবে কার কথা ভেবে
বেঁধেছিলে ফুলহার?
এমন তো কোনো
পদধ্বনি তুমি
শোনো নি মনের মাঝে।
তবু বৃষ্টিতে রিনিঝিনি ব্যথা
কেন মনো মাঝে বাজে?
3 thoughts on “মেলোডি অফ অক্টোবর রেইন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর পদ্য কবিতায় শুভেচ্ছা কবি রোখশানা রফিক। ভালো থাকুন নিরাপদে থাকুন।
অনবদ্য প্রকাশ
চমৎকার কবি দিদি শারদ শুভেচ্ছা রইল