বৃষ্টির জলঘুড়ি

raye

আকাশ পাখি সমুদ্র অরণ্য পৃথিবী জ‍্যোৎস্না নিবিড় রাত্রি
সবাই কেমন একা আমি বসে ভাবি,
মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি আমার ভীষণ প্রিয়!
তোমাকে আমি শরৎ সন্ধ্যার গাঢ় ভাঁজ খুলে বলেছিলাম, আমাকে একটা আকাশ দাও –
নীল শূন্য, মেঘ শূন্য ধবধবে শুভ্রতার এক আকাশ হবে।
আকাশ কত দূর ;
নতুন জোয়ারের জলের স্রোতে ভাঙব দেয়াল এ হাতে
দীর্ঘ সময় পড়ে আছে সন্মুখে।

একদিন শিশির ভেজা ভোরের ডানায় উড়ে উড়ে মেঘ ভর্তি আকাশ ছোঁব
নক্ষত্র ছোঁব, এই হাতে নীল নক্ষত্র খুলে খুলে বড্ড বেশি ক্লান্ত হব !
আমার প্রিয় জ‍্যোৎস্না ছোঁব
হোক না যতই নিকোষ কালো রাত্রি :
আমাকে পাখি বিহীন শূন্য একটা আকাশ দাও–
স্বপ্নের সিন্দুকে সে আকাশ বন্দি করব
সমুদ্রের ঢেউ এ নীল আকাশ ছুঁয়ে যাবে।
সুনীল আকাশের কাছে দুহাত পেতে বৃষ্টি চেয়েছি কবে
আকাশ আমার এ হাতে হেমলক তুলে দিয়েছে,
আমার স্বপ্ন ভঙ্গ হয়েছে একবার।

অতঃপর কেটে গেছে অগুনতি দিনরাত্রি –
সরিষা রঙ মেঘ ফুল ঝরে গেছে
আমার ভীষণ মন খারাপ; স্বপ্ন ভেঙেছে গত শ্রাবণে
এ মন আমার পুড়েছে অন্ধকার আগুনে ,
একটা দীর্ঘশ্বাস খসে পড়ুক সন্ধ্যার আকাশ থেকে
আমার এ চোখে অস্পষ্ট চাহনি : দহনে ও জল খুঁজি
থাকতে আমার নিজস্ব এক সমুদ্র ;
গভীর রাত্রির দীর্ঘশ্বাসের শূন্যতা খসিয়ে
হৃদয়ে নামে আকাশ ভাঙা শ্রাবণ বৃষ্টি,
বৃষ্টির বুনো স্রোতে ডুবে যাই আমি;
ভেসে যায় আমার আজন্ম লালিত স্বপ্ন
মধ‍্যরাতে বৃষ্টির জলঘুড়ি উড়ছে সীমাহীন আকাশে
আর আমি, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি শুভ্র ভোরের শেষ নিঃশ্বাস পর্যন্ত!

4 thoughts on “বৃষ্টির জলঘুড়ি

  1. মধ‍্যরাতে বৃষ্টির জলঘুড়ি উড়ছে সীমাহীন আকাশে
    আর আমি, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি শুভ্র ভোরের শেষ নিঃশ্বাস পর্যন্ত! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালোবাসার  সিক্ত অনুরণন ধ্বনি
    সুনির্মল উপস্থাপন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।