তোমাকে ভালোবাসি
তুমি উষ্ণতায় চুম্মন দাও, ভিজিয়ে দাও উর্বর শরীর। বৃষ্টির মতো ভালোবাসি তোমায়, তোমার শৈপ্লীক অনুভবে শীতল দেহ, তোমাকে ভালোবাসি এক দুপুর বৃষ্টি জলের মতো।
তোমাকে ভালোবাসি সারা রাতের বৃষ্টি বিলাসে।
তোমাকে ভালোবাসি
বৃষ্টি ভেজা জোছনা আর জোনাকি মতো।
তোমাকে ভালোবাসি, অজর আষাঢ়ে বৃষ্টির মতো বিজলী ভেজা ভোরে।
1 thought on “তোমাকে ভালোবাসি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি। শুভ সকাল।