আগাছা

সময় মতো আগাছা না কাটলে সেতো বাড়বে
মাথায় তুলে যারা নাচাও তাদেরও কী ছাড়বে?
কুকুরেযে লেজ নাড়েনা লেজেই কুকুর নাড়ছে
দিকেদিকে আজব প্রাণী দেখতে পাওনা বাড়ছে!
কচু কেটেকেটে যাদের হাত দু’খানি বাড়ছে
আজো তারা সুযোগ পেলেই মানুষের প্রাণ কাড়ছে।
কথায় আছে পাপে যে তার বাপেরে না ছাড়ছে
পাপের জীবন পূর্ণ হলেই- তখন দেখি সাড়ছে!

2 thoughts on “আগাছা

  1. কথায় আছে পাপে যে তার বাপেরে না ছাড়ছে
    পাপের জীবন পূর্ণ হলেই- তখন দেখি সাড়ছে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।