বেশি বেশি ঢেঁকুর তোল…
লাল হউক সময়ের ফর্সা গাল
ইতিহাসের ইতিবৃত্ত একদিন সবকিছু ভুলে যাবে
কেবল ভুলবে না কেউ এই বেবুঝ করোনা কাল!
ডিটারজেন্ট পাউডার দিয়ে জামা-কাপড় উদ্ধার করো
হ্যান্ডস্যানিটাইজার দিয়ে জীবাণু মুক্ত করো হাত
মনের গহীনে যে অন্ধকার কানাগলি আছে
সেই কুহেলিকা রাত কবে হবে প্রভাত….?
ম্যাক্ররা চোর নয়, সাক্ষাৎ ডাকাত
মুক্তবাকের ফেনা তুলে এখন হয়েছে চিৎকাৎ!
6 thoughts on “চিৎকাৎ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুব সুন্দর ভাবনা কবি দা
আন্তরিক ধন্যবাদ
অসাধারণ লেখা
আন্তরিক ধন্যবাদ
ম্যাক্ররা চোর নয়, সাক্ষাৎ ডাকাত
মুক্তবাকের ফেনা তুলে এখন হয়েছে চিৎকাৎ!
আন্তরিক ধন্যবাদ