অচেনা আকাশ

WA0012

এই যে শুনুন, আপনাকে বলছি
আমাকে বলছেন?
জ্বি, আপনার নামটা কি আমি জানতে পারি?
কেন বলুন তো?
আমার নাম দিয়ে আপনার কি দরকার?
আচ্ছা বিরক্ত হচ্ছেন কেন?
আপনার নাম আমার জানা দরকার
বিশ্বাস করুন :
আগে নাম বলুন পরে কারণ বলছি,
ওহ্! ঠিক আছে
আমি নীলা।
ওহ্! তাই বলুন… কি অদ্ভুত মিল
আমি আকাশ ;
নীলা রেগে গিয়ে বলল, কি রকম মিল ?
আকাশ বলল, ওই যে আকাশের মধ্যে নীল অর্থাৎ নীল আকাশ!
নীলা বলল, স্বপ্ন’র শিয়র থেকে আমি এই মাত্র উঠে এসেছি
আপনাকে দু’টো কথা বলবো ভাবছি
জানেন তো আকাশ চিরকাল অচেনা ;
শুধু এই পৃথিবীতে আপনাকেই বলবো
আকাশ আমার ভীষণ প্রিয়!
ভালবাসা ও …….
তুমি সেই আকাশ; ভালবাসার নীলাকাশ।

3 thoughts on “অচেনা আকাশ

  1. নিজের সাথে নিজেরই কথোপকথন। অসাধারণ সংলাপ প্রিয় কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।