অন্তর

70720_o

রাত কেটে গেলো উত্তর মিলাতে পারিনি
আমি কি একটা অন্তর হতে পেরেছি-
একটা রাতের কিংবা নদীর জলের!
যেমনটা উচ্ছলে উঠবে প্রণয়ের বন্যায়-
একটা অন্তর হতে পেরেছি কি? আমি।

যেখানে পুড়ে মারে মানুষ, সেখানেই
রেখো না- তার চেয়ে বড় ঘৃনাই করো!
আগুনে পুড়ে মরতে চাই না- একটা পাপের
চেয়ে বহুগুণে নিষ্পাপ-অন্তর ধর্মের চেয়েও
পবিত্র- অন্তর সেখানেই রাখিও অন্তর;

তোমাদের সংসার অধর্মের খেলা করে
হরহামেশায় দেখতে পাচ্ছি- মাটির কন্দ-
আকাশ কালমেঘে সেখা্নেই রেখো না অন্তর-
তার চেয়ে ভাল- রাগ অভিমানে ঘৃণাই করাই ভাল
অতঃপর একটা অন্তর হতে পেরেছি অন্তর।

১৭ কার্তিক ১৪২৬, ০২ নভেম্বর ২০
————————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “অন্তর

  1. আকাশ কালমেঘে সেখা্নেই রেখো না অন্তর-
    তার চেয়ে ভাল- রাগ অভিমানে ঘৃণাই করাই ভাল
    অতঃপর একটা অন্তর হতে পেরেছি অন্তর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা
      সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।