প্রতি পূর্ণিমায় আমি একা-ই হেঁটেছি
গ্রামের মেঠো পথ ধরে নির্জন মাঠে।
স্বপ্ন-দিঘীর শান বাঁধানো ঘাটে বসে
লোনা জলের ফোঁটায় গাল ভিজিয়েছি।
ইট-পাথরের এই শহরে একা-ই জাগি
ব্যালকনিতে বসে চন্দ্রকলার বর্ণ দেখি।
আসন্ন ফাগুন পূর্ণিমায় আবারও হাঁটবো
একা নয়, কেউ একজন হাত ধরবে!
নির্জন মাঠে নয়, কোলাহলমুখর প্রান্তরে
চারপাশে থাকবে অজস্র জোছনাবাসী।
অনেকদিন পর আপনার লিখা পড়লাম। কবিতায় শুভেচ্ছা জানালাম। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ প্রিয়জন
প্রীতিজনক ও স্নিগ্ধোজ্জ্বল লেখনী
ধন্যবাদ প্রিয়জন
বেশ ভাবনাময়