ধূলোর কঙ্কাল পড়ে থাকা পথ
আমাকে চিনিয়াছিল পাখিটির বাড়ি,
ঘাসভেজা শীতল ভ্রমণী হাওয়া
দালানগুলোর ছাদ, নক্ষত্র রাত-
প্রতিদিনের আলগোছ প্রেম
যতবার যেতে চায় অদূর মুখোমুখি
থাক থাক থেমে যায় সব বোঝাপড়া-
সে মোতায়েন রাখিয়াছে পুলিশফাঁড়ি!
3 thoughts on “প্রতিদিনের বোঝাপড়া সব”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নক্ষত্র রাত-
প্রতিদিনের আলগোছ প্রেম
যতবার যেতে চায় অদূর মুখোমুখি
থাক থাক থেমে যায় সব বোঝাপড়া।
বাহ , চমৎকার লিখনশৈলী
অসাধারণ কবি দা