কবিতা অঞ্চল

cd62f

অষ্টাদশী চাঁদ সুন্দর মেয়ে, মেঘের কোলে কোমল রোদ মেখে বসে আছে
মসৃণ কপাল ছুঁয়ে আছে কুয়াশার শুভ্র কাশফুল টিপ
চাঁদ মেয়ে তোমার শহরটা কেমন জ‍্যোৎস্নাহীন …
আঁধার ভালবেসেছে গাঢ় সবুজ রাত্রি
মাধবীলতার মত বিষণ্ন সুন্দর ;
তীক্ষ্ণ ঠোঁটে একবার বলো কোন শহরটা তোমার
মঙ্গল গ্রহের মেঘ শূন্য ব‍্যালকনিতে ঝুলে থাকা লোনাভেলা সমুদ্র নাকি –
কামিনী শব্দের ধবধবে ফর্সা দুপুর
শুনেছি লোনাভেলা সমুদ্রে মাঝরাতে দুধ জ‍্যোৎস্নার ঢেউয়ে রৌদ্র আগুন ঝরে
আর কামিনী শব্দের ধবধবে ফর্সা দুপুরে গভীর রাত্রির নিস্তব্ধতা ভেঙে আকাশ নিচে নেমে আসে
তখন সব নীল অদৃশ্য হয়ে যায়,
সে নাকি দেখার মত সব দৃশ্য
আমি অবশ্য কখনো এমন দৃশ্য দেখিনি
কেবল মন্ত্রমুগ্ধের মত স্তব্ধ হয়ে শুনেছি।

এ সব তোমার শহর নয় –
তোমার শহর অন্য রকম
ওহ্! কবিতা অঞ্চল;
তোমার শহরে কি কবিতার চাষাবাদ হয়
তোমার “কবিতা অঞ্চল” শহর জানার জন্য
আমার যে বড় কৌতুক হল জাগে !
বলো চাঁদ নকশার মেয়ে ঠিক কবে তুমি বিবর্ণ স্বপ্ন ঘুম ভেঙে জাগবে?

3 thoughts on “কবিতা অঞ্চল

  1. 'লোনাভেলা সমুদ্রে মাঝরাতে দুধ জ‍্যোৎস্নার ঢেউয়ে রৌদ্র আগুন ঝরে
    ধবধবে ফর্সা দুপুরে গভীর রাত্রির নিস্তব্ধতা ভেঙে আকাশ নিচে নেমে আসে।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. হু কবিতার চঞ্চল ঘিরে ত অঞ্চলের সৃষ্টি কবি আপু

মন্তব্য প্রধান বন্ধ আছে।