বিকেলের রোদ রঙের সোনালী মায়া

অরণ‍্যের নির্জনতায় বিকেলে ফুটেছে এক কোটি লাল শাদা বিষণ্ন গোলাপ
প্রকৃতির উষ্ণ ঠোঁটে কিছুটা শীত ছিল
হালকা শরতের ইমেজ ছিল,
এটাই কি বিষণ্নতার কারণ ?
তখনো শরৎ বিদায় নেয়নি।
প্রস্তুত ছিল শীত মৌসুম
তবু সব কেমন যেন এলোমেলো হয়ে গেছে
গোলাপ আর উজ্জ্বল হল না
কিসের অভাব ছিল ওদের?
ওহ্! ভোরের শিশির মর্মঘাতী হল কেমন
বিকেলে ফুটেছে প্রিয় গোলাপ
শিশিরের স্পর্শ পাইনি ওরা
ওদের চোখে এক আকাশ অভিমানী নীল বেদনার বৃষ্টি হয়ে ঝরছে;
থামাও এই গোলাপ বৃষ্টি
কত আসবে এমন শিশির ভেজা ঘাস ভোর
অবশ্য তখন তো আর এই এক কোটি গোলাপ ফুটবে না
মৃতপ্রায় মৃতসার এককোটি গোলাপ
শোকেভরা পৃথিবী, মৃত‍্যুহিম শীতল পাটিতে গোলাপ শব নীল হয়ে গেছে
জীবনের ভোর থেমে গেছে।

নীল বেদনার গোলাপ বুকে স্বপ্ন ভঙ্গের ছাপছাপ সবুজাভ হলুদ কষ্ট!
অতঃপর হৃদয়ের রাত ছিঁড়ে নেমে এলো দৃঢ় বিশ্বাসের এক বিকেলের রোদ রঙের সোনালী মায়া
তখনো ফসলের ক্ষেতে অধর ছুঁয়েছে শিশির
এটুকু কেবল সুখময় সুখোকর সুখের গল্প এককোটি গোলাপের জন্য।
এ গোলাপের আড়ালে লুকিয়ে থাকা কষ্টের ব‍্যথা – সুখ!

3 thoughts on “বিকেলের রোদ রঙের সোনালী মায়া

  1. সোনালী মায়ায় তখনো ফসলের ক্ষেতে অধর ছুঁয়েছে শিশির
    এটুকু কেবল সুখময় সুখোকর সুখের গল্প এককোটি গোলাপের জন্য।
    এ গোলাপের আড়ালে লুকিয়ে থাকা কষ্টের ব‍্যথা – সুখ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।