আমি কি বলেছি, তুমি মানে স্বপ্ন’র অলিগলি পথ
কিম্বা রংধনু খামে মোড়ানো নীল আকাশ ছোঁয়ার দৃঢ় শপথ
চলে যাওয়া মানে বিরহের স্রোতে ভেসে যাওয়া কোন বিচ্ছেদ নয়।
আমি শুধু শব্দহীন এক সকাল তুলে নিয়েছি হাতের মুঠোয়,
কবিতার শিরোনাম হয়ে অগ্রহায়ণের সকালের থাকার কথা ছিল
কিন্তু থাকেনি,
নিঃশব্দ ধুলি পথে উড়ন্ত শিমুল তুলো মেঘে মেঘে ছেয়ে গেছে পুরো সন্ধ্যার শহর।
দুরন্ত কৈশোরে এ পথের ধুলোর ভিড়ে পা রেখেছি
আজ ও সে পদচিহ্ন এঁকে কত বৃত্ত ভরাট হয়ে আছে।
এখনও গাছে গাছে শিমুল ফুল রক্তের মত লাল হয়ে ফোটে –
রক্তের নিবিড় স্রোতের আঘাতে আহত বৃষ্টির চোখে জমে উঠেছে
এক সমুদ্র ব্যথার জল,
আজও ধুলি পথে মিশে আছে আমার একান্ত গোপন কৈশোর স্বপ্ন;
যে স্বপ্নে বিভোর হয়ে স্নিগ্ধ প্রেমে এঁকেছিলাম মুগ্ধতার এক নীল আকাশ।
4 thoughts on “নিঃশব্দ ধুলি পথে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
"আজও ধুলি পথে মিশে আছে আমার একান্ত গোপন কৈশোর স্বপ্ন;
যে স্বপ্নে বিভোর হয়ে স্নিগ্ধ প্রেমে এঁকেছিলাম মুগ্ধতার এক নীল আকাশ।"
চমৎকার উপস্থাপন।
ভাবনার ভাজে ভাজে তাস কবি আপু
এক কথায় অসাধারণ লিখেছেন দিদি। খুব ভালো লাগলো।
শুভকামনা সবসময়।