সংক্ষিপ্ত পরিচয়

সংক্ষিপ্ত পরিচয়ের মানুষ, কদিনের
আগে পরিচয় বুঝি নি।
একা পাশে থেকে একাঙ্ক নাটক করেছে
জানি না তাতে কে কতটা পর্যুদস্ত হয়েছে।
স্বল্পভাষী মানুষ বহুদিন পর ধরা দিল।
মায়ায় ভরা শরীর, এককালীন দস্যি
ভাইকে স্নেহের চোখে দ্যাখে, অহিংসা ধর্ম।
যে টুকু বলে কয় তার ভালোর জন্যই বলে।
নিজের মানুষটি সরে যেতে সবাইকে আপন করে নেয়।
এ দিকে শীত এসে গেছে।
রংবাহারি কথায় আর সজ্জায়
পৃথিবীর মানুষদের নিঃস্বার্থে সঙ্গদান করে যায়।

6 thoughts on “সংক্ষিপ্ত পরিচয়

  1. সরল স্বীকারোক্তি একটি লিখাকে যেন শিল্পের পর্যায়ে নিয়ে যায়।

    প্রীতি এবং শুভেচ্ছা জানবেন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনিও প্রীতি এবং শুভেচ্ছা জানবেন প্রিয় কবিবন্ধু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।