বলে দাও আমি কি নিয়ে কথা বলব ?

ei-samay

বলে দাও আমি কি নিয়ে কথা বলব ?
উর্দু কবিটি যখন জানলার সামনে দাঁড়ায়
তখন তার অনুচ্চারিত স্নেহ আর তার প্রতি
আমার তৎসহ অন্য কবিদের দুর্ব্যবহারের
কথা মনে হয়, ছেলেটিও একটু অদ্ভূত।
চিরকাল তার প্রেমিকা দুটি ছোবল মেরে গেছে,
কি কষ্ট দিয়েছে কি বলি, কে জানে ক্যান ?
সে বলে তার দোষ নয়, অন্য কেউ কলকাঠি নেড়েছে।
এ আমি এখনকার কথা বলছি না,
সাত বছর আগের কথা, আমি মুখোশ চিনি না।
তাই বেকায়দায় পড়লে হয় নেকড়ে নয়ত: মেনিবিড়াল।

3 thoughts on “বলে দাও আমি কি নিয়ে কথা বলব ?

  1. এ আমি এখনকার কথা বলছি না,
    সাত বছর আগের কথা, আমি মুখোশ চিনি না।
    তাই বেকায়দায় পড়লে হয় নেকড়ে নয়ত: মেনিবিড়াল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।