চল দুপাত্তি খেলাই

mqdefault

আমি হাত বান্ধিলাম নগর দুলাই-
চাঁদ রাখিলাম দীঘলকালো ঝলমল ভালাই!
সূর্যের আলো দেহ কালো- অঙ্গার হলো
মন প্রাণ-চল ফিরি সাদা মেঘে দুপাত্তি খেলাই
এই ভরা অগ্রহায়ণে- চল দুপাত্তি খেলাই।

হাত ছুটে না- পাও ছুটে না- দুই বেলা
রঙিন ছবি, উঠান জুড়ে আঁকা -তার মাঝে বসত করে
উড়ে বেড়ায় ঘাসফড়িং- সোনালি দিনের চিল-
তবুও হ্যাচকা টানে মৃত্তিকা ঘ্রাণে- চোখের ভাজে
মন বান্ধিল-এক চুমটি মেঘলাদিনে- চল ফিরি সাদা মেঘে
দুপাত্তি খেলাই- এক পশলা বৃষ্টির নাত্তয়াই।

০২ অগ্রহায়ণ ১৪২৬, ১৭ নভেম্বর ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “চল দুপাত্তি খেলাই

  1. মাটি মানুষ আর প্রকৃতির সব চেনা উপলব্ধি সমূহ উঠে এসেছে আপনার কবিতায়।
    ভালো লাগা রাখলাম প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।