আজ কোন ছড়া নয়
আজ শুধুই পড়া
পড়াতেই আপন হবে
এই সুন্দর ধরা।
বইয়ের সাথে সখ্য গড়
বই তোমার বন্ধু
বইতেই লুকিয়ে আছে
অথৈ জ্ঞান সিন্ধু।
যে পড়ে সে-ই পারে
হাতে তোল বই
বিশ্বজোড়া খ্যাতি পেতে
বইকে বানাও মই।
কালো কালো হরফেরা
স্বপ্ন সাজায় বেশ
খুকির ছোট্ট গালে যেন
ভালোবাসার রেশ!!
6 thoughts on “আজকের ছড়া … বই”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বাহ চমৎকার ছড়া কবি দা
আন্তরিক ধন্যবাদ
Excellent writen
আন্তরিক ধন্যবাদ
ছড়া পদ্য পাঠ মানে মন ভালো করে নেয়া। অভিনন্দন প্রিয় কবি। ভালো থাকুন।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া