বিজয়দিনে

image-199536

বছর ঘুরে আবার এলো
বিজয়ের মাস ফিরে
কথকতা হাজার স্বপ্ন
কোটি মানুষ ঘিরে।
যাঁদের আত্মত্যাগের কথা
ভুলতে না কেউ পাই
আমার আত্মার আত্মীয়জন
সকল শহীদ ভাই।

সেদিন তাঁদের প্রাণ বিসর্জন
মোটেই ছিলনা ভুল
লক্ষ প্রাণের দামে এদিন
ফুটলো বিজয় ফুল।
লাল সবুজের এই পতাকা
বিজয় নিশান উড়ে
আমার সোনার বাংলা গান-গাই
গর্বে সুরে সুরে।

3 thoughts on “বিজয়দিনে

  1. সরল কথা কাব্যে সহজ সত্যের প্রকাশ। অভিনন্দন কবিবন্ধু সৈয়দ হিলাল সাইফ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।