এই যে আজও আমি বেঁচে আছি
ঠিক যেনো এক লাশের মতো বেঁচে আছি
চারপাশে শকুনেরা ঘুড়ছে তবুও বেঁচে আছি।
এই যে আমি আজ যা কিছু বলছি
সেতো শুধু মাত্র মূকাভিনয় করে চলেছি
অন্যের দেয়া খুৎবা নিয়ে আলোচনাটা করছি।
এই যে আজও হেঁটে বেড়াই যে শহরে
জীবন্ত লাশের মর্গ আজ সেই শহর জুড়ে
রক্তপঁচা লাশের গন্ধ শহরের অলিগলি জুড়ে।
মৃত শরীরেরা ছড়িয়ে আছে চতুর্দিকে
আমার দু’পা দাপিয়ে বেড়ায় লাশের বুকে
তবু স্বার্থপরের মতো বেঁচে থাকা শহরের বুকে।
যাপিত জীবনের প্রতিচ্ছবি। ভালো থাকবেন এই প্রত্যাশা রাখলাম প্রিয় কবি।
পড়ে আকৃষ্ট হলাম।
বেশ ভাবনা কবি দা