প্রতিটি বাঙালি এক একটি ভাস্কর্য

নিন্দা জানানোর সময় শেষ।
এবার মাঠে নামো বাংলাদেশ,
বঙ্গবন্ধু মানে একটি চেতনা, লাল সবুজের গর্ব অহর্নিশ।
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ নত চিত্তে করি তাঁরে কুর্ণিশ,
চির অমর, অক্ষয় অঙ্গুলিতে যার এসেছে কোটি জনতার জয়।
দেখো কোটি মুজিব এক মুজিবের বাংলায় অহর্নিশি জেগে রয়
মুজিব মানে একাত্তর বিজয়ের রক্ত পতাকা।
মুজিব মানে বাংলাদেশ রক্ত দিয়ে লেখা,
মুজিব মানে বাংলার রক্তস্নাত গৌরব ঐশ্বর্য।
মুজিব মানে প্রতিটি বাঙালি এক একটি ভাস্কর্য!
এক মুজিব ঘুমিয়ে আছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
দেখো লক্ষ মুজিব জেগে আছে কোটি বাঙালির অন্তরে।

এইচ আই হামজা সম্পর্কে

আমি একজন ছাত্র। সমাজ পরিবর্তনের দায়িত্ব থেকে সমাজ বদলের স্বপ্ন নিয়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। কলাবাগান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমানে পালন করছি। পাশাপাশি লেখালেখির মধ্য দিয়ে নিজেকে বিকশিত করার চেষ্টায় ব্রত আছি।

6 thoughts on “প্রতিটি বাঙালি এক একটি ভাস্কর্য

  1. নিন্দা জানানোর সময় শেষ।
    এবার মাঠে নামো বাংলাদেশ,
    বঙ্গবন্ধু মানে একটি চেতনা, লাল সবুজের গর্ব অহর্নিশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শ্রদ্ধা জানবেন আমার। আমাদের কলম চালাতে হবে এখন।

  3. মুজিব মানে একাত্তর বিজয়ের রক্ত পতাকা।
    মুজিব মানে বাংলাদেশ রক্ত দিয়ে লেখা,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।