নিন্দা জানানোর সময় শেষ।
এবার মাঠে নামো বাংলাদেশ,
বঙ্গবন্ধু মানে একটি চেতনা, লাল সবুজের গর্ব অহর্নিশ।
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ নত চিত্তে করি তাঁরে কুর্ণিশ,
চির অমর, অক্ষয় অঙ্গুলিতে যার এসেছে কোটি জনতার জয়।
দেখো কোটি মুজিব এক মুজিবের বাংলায় অহর্নিশি জেগে রয়
মুজিব মানে একাত্তর বিজয়ের রক্ত পতাকা।
মুজিব মানে বাংলাদেশ রক্ত দিয়ে লেখা,
মুজিব মানে বাংলার রক্তস্নাত গৌরব ঐশ্বর্য।
মুজিব মানে প্রতিটি বাঙালি এক একটি ভাস্কর্য!
এক মুজিব ঘুমিয়ে আছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
দেখো লক্ষ মুজিব জেগে আছে কোটি বাঙালির অন্তরে।
6 thoughts on “প্রতিটি বাঙালি এক একটি ভাস্কর্য”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুবই ঘৃণিত কাজ
কবিদের কলম চালানোর এখন শ্রেষ্ঠ সময়।
নিন্দা জানানোর সময় শেষ।
এবার মাঠে নামো বাংলাদেশ,
বঙ্গবন্ধু মানে একটি চেতনা, লাল সবুজের গর্ব অহর্নিশ।
শ্রদ্ধা জানবেন আমার। আমাদের কলম চালাতে হবে এখন।
চমৎকার ভাবনা কবি
মুজিব মানে একাত্তর বিজয়ের রক্ত পতাকা।

মুজিব মানে বাংলাদেশ রক্ত দিয়ে লেখা,