সবুজ ডাকছে, অনেকদিন
নীল জল ছুঁয়ে দেখা হয়নি।
গত বসন্তে পাহাড়ের গায়ে
হেলান দিয়ে নিজেকে বলেছিলাম
পরশ্রীকাতরতা বর্জন করব।
আমাদের প্রতিবেশী নাকের ডগায়
আড়াই দিনের বনবাসে গেলে
ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হয়েছি।
এখনো শুদ্ধ মানুষ হতে পারিনি
অন্যের ভালো বুকে আগুন জ্বালায়।
যতই প্রকৃতি পরিভ্রমণ করি, যতই
বুকভরে নেই নির্মল শ্বাস, রিপু তাড়িত
ঈর্ষা পিছু ছাড়ে না। কালেভদ্রে দুই বাড়ির
মালিক হয়েছি, আরেকখানা বাড়ি না হলে
ইজ্জত পাংচার। ভায়রা ভাইয়ের জাহাজ
আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে, আমাকে
আদার ব্যাপারীর বদনাম ঘোচাতে হবে।
সবুজ ডাকছে ডাকুক, নীল জলে তারা
জলকেলি খেলুক। আমি চাই ইট,
মজবুত শক্ত ইটে তিন মহলা
হলে, কৃত্তিম জলে প্রাণ জুড়াবে।
সবুজ সবুজে থাকুক, নীল জল
সৈকতে আছড়ে পড়ুক। ইটের জঙ্গলে
আপাতত মঙ্গল, যেভাবেই হোক
জাহাজের খবর পেতে হবে।
ইটের জঙ্গলে
আপাতত মঙ্গল, যেভাবেই হোক
জাহাজের খবর পেতে হবে।
অসাধারণ! ভালো লাগার এক কবিতা।
অনিন্দ্য সুন্দর লেখা
বেশ প্রকৃতিময় কাব্যিক কবি দা
বেশ প্রকৃতিময় কাব্যিক কবি দা———-