তুমি যাবে, যাবে ভাই,
যাবে মোর সাথে টুঙ্গিপাড়ায়,
যেথায় ঘুমিয়ে আছে স্বাধীনতার জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যেখানে আছে তার স্মৃতি বিজড়িত মধুমতী নদী
আর যেখানে করছে স্নান
সেই স্থান গুলো দেখবে
জনক খেলেছে যেথায়
সেই স্থান গুলো দেখবে।
দেখবে তাঁর স্পর্শ লেগে থাকা টুঙ্গিপাড়ার প্রকৃতির সৌন্দর্য
যার গান শুনেছে হাজারো পাখির দল
সেই পাখিদের তুমি দেখবে
আরো স্মৃতি বিজড়িত শেখ বাড়ি খানা
যেখানে মুজিবের কেটেছে শৈশব কৈশোর
দেখলে ভাই তোমার মন জুড়াবে
চল না ভাই,
চল যায় টুঙ্গিপাড়ায়।
রচনাকালঃ
০৮/১২/২০২০
Excellent
শুভকামনা রইল কবি
ভালো থাকুন সদা প্রিয় কবি
টুঙ্গিপাড়ায় যাবার ভীষণ ইচ্ছে আছে। যাবো ইনশাল্লাহ একদিন। শুভসকাল কবি।
হুম কবি টুঙ্গিপাড়া যাবার আমার অনেক ইচ্ছে
শুভকামনা রইল
খুব সুন্দর কবি দা
শুভকামনা রইল
ভালো লাগলো।
অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল প্রিয় কবি
ভালো থাকুন সদা