টুঙ্গিপাড়া

images

তুমি যাবে, যাবে ভাই,
যাবে মোর সাথে টুঙ্গিপাড়ায়,
যেথায় ঘুমিয়ে আছে স্বাধীনতার জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যেখানে আছে তার স্মৃতি বিজড়িত মধুমতী নদী
আর যেখানে করছে স্নান
সেই স্থান গুলো দেখবে
জনক খেলেছে যেথায়
সেই স্থান গুলো দেখবে।

দেখবে তাঁর স্পর্শ লেগে থাকা টুঙ্গিপাড়ার প্রকৃতির সৌন্দর্য
যার গান শুনেছে হাজারো পাখির দল
সেই পাখিদের তুমি দেখবে
আরো স্মৃতি বিজড়িত শেখ বাড়ি খানা
যেখানে মুজিবের কেটেছে শৈশব কৈশোর
দেখলে ভাই তোমার মন জুড়াবে
চল না ভাই,
চল যায় টুঙ্গিপাড়ায়।

রচনাকালঃ
০৮/১২/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

8 thoughts on “টুঙ্গিপাড়া

    1. শুভকামনা রইল কবি 

      ভালো থাকুন সদা প্রিয় কবি 

  1. টুঙ্গিপাড়ায় যাবার ভীষণ ইচ্ছে আছে। যাবো ইনশাল্লাহ একদিন। শুভসকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হুম কবি টুঙ্গিপাড়া যাবার আমার অনেক ইচ্ছে 

      শুভকামনা রইল 

    1. অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ 

      শুভকামনা রইল প্রিয় কবি 

      ভালো থাকুন সদা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।