চিঠি

399372_150

ওগো প্রেয়সী
অকস্মাৎ জানতে ইচ্ছে করে
তুমি কেমন আছ।
আমি জানি তুমি দেবে না
আমার এই চিঠির উত্তর
তবুও তোমাকেই লিখছি
জানতে ইচ্ছে বড়
তোমার দোরের কাছে রক্তিম জবা গাছে
নতুন ফুল আদৌও ফোটে
জানালার পাশে ভোরের শিশিরে
আদৌও কি পাখি গায়
তোমার পোষা বিড়াল আদৌও
কি মিউ মিউ করে
সত্যি জানতে বড় ইচ্ছে করে।

তোমার পড়ার টেবিলের পাশের স্রোতস্বিনীটা
কি সেই আগের মতোন বইছে
তুমি কি আদৌও শরতের ফুল দেখে
মনের অভিলাষে হাসো
জানতে বড় ইচ্ছে করে।

আমার এ্যালবামের পাশে তোমার সেই ছবিটা
আদৌও আছে
তোমার এ্যালবামের পাশে আমার
সেই ছবিটা আছে কিনা জানতে বড় ইচ্ছে করে
নাকি অভিমানে তা নষ্ট করছো।

আজও কি তুমি আমার কথা ভাবো
নাকি পার্কের দিনের মতোন আজও প্রহর গুনছো
জানতে বড় ইচ্ছে করে ওগো প্রেয়সী
জানতে বড় ইচ্ছে করে।

তুমি কি আদৌও আমায় বল
লোফার, ইস্টুপিট, দুষ্ট
সত্যি ওগো প্রেয়সী
আমার আজ জানতে বড় ইচ্ছে করে।

তুমি কি রাগ অভিমান হলো
গগনে তাকিয়ে দেখ অজস্র তাঁরার মেলা
জানতে বড় ইচ্ছে করে ওগো প্রেয়সী
জানতে বড় ইচ্ছে করে।

কেন তুমি ছেড়ে চলে আমায়
স্বার্থপরের মতোন
জানি না আসলে আমার কি অপরাধ
আমি তো তোমার কোনো চাওয়া পাওয়া
রাখিনি অপূর্ণ
তাহলে কেন তুমি এমন করলে আমার সাথে
নাকি তোমার মনের দোর আমার জন্য বন্ধ করে রেখেছে
আমি তো তোমায় বাংলা আনাচেকানাচে খুঁজেছি
ওগো প্রেয়সী তুমি কোথাও নেই
তুমি কোথায় আছ জানতে বড় ইচ্ছে
সত্যি জানতে বড় ইচ্ছে করে
বল না বল
ওগো প্রেয়সী তুমি কোথায় আছো।

বুকে গিরি সমতুল ব্যাথা নিয়ে আজও
আছি বেঁচে শুধু তোমার অপেক্ষায়
কখনো আসবে তুমি
কখনো আসবে তুমি
কখনো আসবে
সেই অপেক্ষায়।

রচনাকালঃ
৩০/১০/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

8 thoughts on “চিঠি

  1. ধীরে ধীরে আপনার সমস্ত কবিতার মুগ্ধ পাঠক হয়ে উঠছি। অভিনন্দন কবি অপূর্বhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. মন্তব্য পাশে থাকবেন 

      এটাই আমার চাওয়া 

      ভালো থাকুন সদা প্রিয় কবি 

      সুস্থ থাকুন 

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সদা 

    1. ভালো থাকুন সদা

      সুস্থ থাকুন 

      শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।