আমি: জমছে ধুলো মনের আয়নায়
ঝাপসা চোখে যায় না কিছুই দেখা।
নেই রং নেই তুলি সাদা ক্যানভাসে
তবুও ছবি আঁকা।।
তুমি: একা রাত বাঁকা চাঁদ দিয়ে যায় জোছনা
এই ধরো হাত, এখন অনেক রাত –
তুমি আর আমি
কোথাও যাব না।
আমি: দুঃখ গুলো অনেক জেদি চায় না ছাড়তে আমায়
একা একা প্রতি রাতে মন বাক্সে চিঠির ডাক পাঠায়।
সুতো কাটা ঘুড়ি দু পায়ে বেড়ি কতদূর –
কতদূর তোমার ঠিকানা।
তুমি: ভুলে গেছি সব বাড়িয়েছি পা পেয়েছি তোমার ঠিকানা।
আমি: ছেঁড়া খাতা ভাঙা ঘড়ি – থমকে থাকা সময়
চলে যায়
আসবে আসবে বলে আসে নি সে তবুও কবিতা
লিখে যাই।
তুমি: এই দেখো চেয়ে কে আছে দাঁড়িয়ে সেই পথে
তোমার অপেক্ষায়।।
আমি: আসো তুমি আসো ভালো তুমি বাসো
বুকে জড়িয়ে আমায়।।
অসামান্য কবিতা অসামান্য কথোপকথন। অভিনন্দন প্রিয় কবি পথিক সুজন।
বেশ ভালো লেখা পড়ে
শুভকামনা রইল সতত প্রিয় কবি
চমৎকার লিখেছেন,