তুমি আমায় বরং
শেষ বয়সে ভালোবাসাটা দিও
যখন আমার স্বজনরা সবাই থাকবে
কিন্তু আমাকে ভালোবাসার কেউ থাকবেনা
না হয় তখন তুমি আমায় বরং ভালোবেস।
আমায় তোমরা এখন খাবার দিও না
বরং আমি যখন বৃদ্ধ হব
করতে পারব না কোনো কাজ
সেই দুঃখের দিন আমায় তোমরা দিও
সেই ভালোবাসা।
তোমরা ভালোবাসাটা দিও
আমায় সেই দিন যেদিন আমার পাশে
কেউ থাকবে না
বরং আমায় তখন তুমি ভালোবেস
আমি এখন চাই না
আমায় তো এখন ভালোবাসার অনেকে আছে
তাই শেষ বয়সে চাই সবার ভালোবাসা
অনাদরের দিন গুলোতে।
রচনাকালঃ
১৯/১২/২০২০
আমি এখন চাই না … শেষ বয়সে চাই
আমায় তো এখন ভালোবাসার অনেকে আছে
তাই শেষ বয়সে চাই সবার ভালোবাসা … অনাদরের দিন গুলোতে।
শুভকামনা রইল সতত
ভালো থাকুন সদা
বেশ বোধময় প্রকাশ কবি দা