সিন্ধু ফুঁড়ে বিন্দু কুড়াই
জনম ভরা ভয়,
দিবানিশি আপন ভাবি
সেই আমার নয়!
তবুও আমি তার পিছু
করছি কতো শুট
বিনিময়ে হচ্ছে আমার
কাঁথা-কম্বল লুট!!
3 thoughts on “লুট”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সিন্ধু ফুঁড়ে বিন্দু কুড়াই
জনম ভরা ভয়,
দিবানিশি আপন ভাবি
সেই আমার নয়!
তবুও আমি তার পিছু
করছি কতো শুট
বিনিময়ে হচ্ছে আমার
কাঁথা-কম্বল লুট!!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুব ভাল বলেছেন কবি। খুব ভাল লাগলো পড়ে।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
বেশ ভাবনাময় কবি দা