অতঃপর আমরা বসে থাকি মুখোমুখি
দু’জন – কামাসক্ত দেহ-মন
নিচ্ছি নিষিদ্ধ গন্ধমপাঠ
এক মহাকাল পরে দেখা
এযে প্রত্যাশার চেয়েও বেশি পাওয়া
নুইয়ে আসা সুখ ঢলে পড়ে বুকে
অশ্রু কেন চোখে প্রিয়?
সম্পর্ক শুধু বাহ্যিক নয়
তোমার ভেজা চোখ- প্রেমিককে কাঁদায়
ঝেড়ে ফেল সব দুঃখপ্রচ্ছদ
দৃশ্যে দৃশ্যে অবতারণা করো সুখ
জেনে রাখ- যে বুকে মাথা রেখেছ
সেটা তোমার পরম আশ্রয়।
3 thoughts on “শিরোনামহীন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার কবি দা
নিপুণতায় সৃজনশীল।
দৃশ্যে দৃশ্যে অবতারণা করো সুখ
জেনে রাখ- যে বুকে মাথা রেখেছ … সেটা তোমার পরম আশ্রয়।