ত্রিভূজ

একটা ত্রিভূজ অনবরত ঘুরছে মাথার ভেতর
না। আমি পাগল নই
রেখা টানলেই এখন বয়ে চলে নদী
টেরাকোটায় আটকে থাকে মানুষের স্বপ্ন
সব আত্মার ছলনা নয়
বারো মাস কারো বুকের ভেতর বাজে বাঁশি
বহতা জীবন- নিজস্ব কিছু দুঃখ থাকে
থাকে শুকনো পাতার মতো কিছু অভিমান
মুখ বাড়ালেই শুধু ঈশ্বর আসে না
গন্ধ আসে- বাজে গন্ধ
পথের এখন বিচিত্র রং
নদীরা জেগে উঠলে পথ খুঁজে পাবে না জানি
একটা ত্রিভূজ- হিসেব মিলছে না কিছুতেই।

2 thoughts on “ত্রিভূজ

  1. যাপিত জীবনের কঠোর এক বাস্তবতার ছোঁয়া উঠে আসে আপনার কবিতায়।

    অনেক অনেক নিরাপদ ভালো থাকুন প্রিয় কবি। শুভ নববর্ষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।