মাতাপিতা

মাতাপিতা থাকিতে করিও যতন
তবে হেরিলে বুঝিবে হেরিয়েছ রতন।

এমন আপন পরশ পাবে নাকো তুমি
মাতাপিতা তোমার আমার আপন জন্ম ভুমি।

ছেলেবেলায় আমারে পিতামাতা পুষিনু যেমন করে
মরণের পর তাদের সাথে ব্যবহার করিও তেমন করে।

শত কষ্ট করে আমারে করেছে তারা লালন
কষ্ট দিও না তাদের করো ফুলের মতো পালন।

জ্বালাতন করতাম যখন আমি রাতে
কষ্ট দিত না আদর করত দিয়ে মাথায় দুই হাতে।

সুখের স্থানে রেখে খোদা আমার পিতামাতারে
সন্তান হয়ে দুই হাত তুলে কামনা করি খোদার তরে।

রচনাকালঃ
২৬/১২/২০১৯

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “মাতাপিতা

  1. আপনার কবিতায় সারল্যের অভূতপূর্ব সম্মিলন লক্ষ্য করি। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শুভ হউক 
    শুভ নববর্ষ ২০২১
    অকৃত্রিম ভালোবাসা ও ভালোলাগা 
     ! শুভ কামনা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. দারুণ মন্তব্য করেছেন 

      শুভকামনা রইল সতত https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।