মাতাপিতা থাকিতে করিও যতন
তবে হেরিলে বুঝিবে হেরিয়েছ রতন।
এমন আপন পরশ পাবে নাকো তুমি
মাতাপিতা তোমার আমার আপন জন্ম ভুমি।
ছেলেবেলায় আমারে পিতামাতা পুষিনু যেমন করে
মরণের পর তাদের সাথে ব্যবহার করিও তেমন করে।
শত কষ্ট করে আমারে করেছে তারা লালন
কষ্ট দিও না তাদের করো ফুলের মতো পালন।
জ্বালাতন করতাম যখন আমি রাতে
কষ্ট দিত না আদর করত দিয়ে মাথায় দুই হাতে।
সুখের স্থানে রেখে খোদা আমার পিতামাতারে
সন্তান হয়ে দুই হাত তুলে কামনা করি খোদার তরে।
রচনাকালঃ
২৬/১২/২০১৯
আপনার কবিতায় সারল্যের অভূতপূর্ব সম্মিলন লক্ষ্য করি। অভিনন্দন কবি।
শুভকামনা রইল সতত
লাল স্যালুট জানাই কবি দা
শুভকামনা রইল সতত
ভালো থাকুন সদা
শুভ হউক
শুভ নববর্ষ ২০২১
অকৃত্রিম ভালোবাসা ও ভালোলাগা
! শুভ কামনা
দারুণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল সতত