দেখা হবে দু’জনায়?

অজান্তে উঁকি দিয়ে যায় কত কথা
স্মৃতিরা মেলে মায়াবী পাখনা
যে কথাটি মনে রেখেছি জমিয়ে
শুনবে কি তুমি নিশীথে গোপনে?
হৃদয়ের ভাঁজে ভাঁজে লিখেছি কবিতা
নয়নের জলরঙে তোমার ছবি আঁকা
নীল ময়ূরীর পেখন মেলা নৃত্য খেলা
দুলবো দু’জন অরন্যের ঝুলনা।
মিলবো দুজন বাধভাঙ্গা মোহনায়
যেখানে নদী অবাধে বয়ে যায়
পাল তুলে নৌকা চলে অজানায়
হাল ভেঙে নাবিক পথ হারায়।
শূন্যতায় ভাসে বিবাগীর সুর
ছুঁয়ে যায়, নিয়ে যায় বহু দূর।
হৃদয়ের দগ্ধ ব্যথা জেগে রয়
অন্ধকারে লক্ষী-প্যাঁচা পাহারায়।
বেলা বয়ে গেল প্রতীক্ষায়
গোধূলির পরে হবে দেখা দু’জনায়?

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

7 thoughts on “দেখা হবে দু’জনায়?

  1. নিশ্চয়ই দেখা হবে। বছর শেষের শুভকামনা প্রিয় কবিবরেষু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মুরুব্বি।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।