জগৎ ভূমে মানব জাতি
সৃষ্টির সেরা তারা,
স্বভাব গুণে জ্ঞান গরিমায়
প্রভুর দৃষ্টি কাড়া।
মানবতা আছে যাদের
মানুষ তাদের বলি,
খোদার তরে সদাই ব্রত
নিজেকে দেয় বলী।
এ দুনিয়ায় জীবের শ্রেষ্ঠ
মানুষ সভ্য জাতি,
জীব জানোয়ার যত আরো
নেই হৃদয়ে বাতি।
বিবেক শুধু যারা মানব
তাদের মাঝে আছে,
উদার ওই যে আকাশ যেমন
ধর্ম নিয়ে বাঁচে।
তাই যে সদা সত্য কর্মে
জীবনখানি গড়ো,
মানুষ তুমি মানুষ রহো
ধর্ম কর্ম করো।
মাত্রাবিন্যাসঃ স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+২
অনন্য ,ভীষণ মুগ্ধ হলাম সুপ্রিয় ।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। নববর্ষের অনেক শুভেচ্ছা।
তাই যে সদা সত্য কর্মে
জীবনখানি গড়ো,
মানুষ তুমি মানুষ রহো
ধর্ম কর্ম করো।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। নববর্ষের অনেক শুভেচ্ছা।
বেশ ভাবনাময় প্রকাশ অনেক শুভেচ্ছা রইল কবি দা
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।