বিদায় ২০২০ স্বাগত ২০২১

15376218_0

বেঁচে থাকাটাই এক বিস্ময়কর ২০২০!
কিছু দুঃখ গ্লানি মুছে যাক- নতুন দিন
বদলের ২০২১! আরেক টুকু বেঁচে থাকি
দুরাশা নয় স্বপ্নময়- এক সবুজ পৃথিবী
ঘিরা লয়; তবুও ক্ষণ আসে- ক্ষণ যায়
দূরদেশে কোন অজানা ঠিকানায়! হিতকর
কর্ম সাধন- যুগ যুগান্তর হয়ে থাক উজ্জ্বল;

প্রজন্মের হাসি মুখ চাঁদের আলোয় রাখে
যেনো ঝিলমিল; এ জীবন বেঁচে থাকাটাই বিস্ময়কর-
এক লোম দাঁড়ানোর ইতিহাস- আর কোনদিন
সমুখ হবে না বিদায় ২০২০- এসো সবে এসো ২০২১
চলার মাঝে সুগন্ধী ছড়াই- বিদ্বেষ মুখী ঠোঁট হাত
পবিত্র স্নানে সাজাই! বিদায় ২০২০-
রক্তিম ফুলেল স্বাগত জানাই ২০২১।

১৬ পৌষ ১৪২৬, ৩১ ডিসেম্বর ২০২০।
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “বিদায় ২০২০ স্বাগত ২০২১

  1. চলার মাঝে সুগন্ধী ছড়াই- বিদ্বেষ মুখী ঠোঁট হাত
    পবিত্র স্নানে সাজাই! বিদায় ২০২০-
    রক্তিম ফুলেল স্বাগত জানাই ২০২১।

    শুভ নববর্ষ প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা

      আপনাকেউ জানাই একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা

      ভাল ও সুস্থ থাকবেন———

    1. জ্বি প্রিয় কবি মহী দা

      আপনাকেউ জানাই একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা

      ভাল ও সুস্থ থাকবেন———

  2. পবিত্র স্নানে সাজাই! বিদায় ২০২০-
    রক্তিম ফুলেল স্বাগত জানাই ২০২১।

     

    অনবদ্য …।

    1. জ্বি প্রিয় কবি সাদী দা

      আপনাকেউ জানাই একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা

      ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।