বেঁচে থাকাটাই এক বিস্ময়কর ২০২০!
কিছু দুঃখ গ্লানি মুছে যাক- নতুন দিন
বদলের ২০২১! আরেক টুকু বেঁচে থাকি
দুরাশা নয় স্বপ্নময়- এক সবুজ পৃথিবী
ঘিরা লয়; তবুও ক্ষণ আসে- ক্ষণ যায়
দূরদেশে কোন অজানা ঠিকানায়! হিতকর
কর্ম সাধন- যুগ যুগান্তর হয়ে থাক উজ্জ্বল;
প্রজন্মের হাসি মুখ চাঁদের আলোয় রাখে
যেনো ঝিলমিল; এ জীবন বেঁচে থাকাটাই বিস্ময়কর-
এক লোম দাঁড়ানোর ইতিহাস- আর কোনদিন
সমুখ হবে না বিদায় ২০২০- এসো সবে এসো ২০২১
চলার মাঝে সুগন্ধী ছড়াই- বিদ্বেষ মুখী ঠোঁট হাত
পবিত্র স্নানে সাজাই! বিদায় ২০২০-
রক্তিম ফুলেল স্বাগত জানাই ২০২১।
১৬ পৌষ ১৪২৬, ৩১ ডিসেম্বর ২০২০।
————————————
চলার মাঝে সুগন্ধী ছড়াই- বিদ্বেষ মুখী ঠোঁট হাত
পবিত্র স্নানে সাজাই! বিদায় ২০২০-
রক্তিম ফুলেল স্বাগত জানাই ২০২১।
শুভ নববর্ষ প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। ভালো থাকুন।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
আপনাকেউ জানাই একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা
ভাল ও সুস্থ থাকবেন———
খুবই সুন্দর উপস্থাপন। অনেক ভালো লাগা রইল।
জ্বি প্রিয় কবি মহী দা
আপনাকেউ জানাই একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা
ভাল ও সুস্থ থাকবেন———
পবিত্র স্নানে সাজাই! বিদায় ২০২০-
রক্তিম ফুলেল স্বাগত জানাই ২০২১।
অনবদ্য …।
জ্বি প্রিয় কবি সাদী দা
আপনাকেউ জানাই একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা
ভাল ও সুস্থ থাকবেন———