মুক্ত নিঃশ্বাস নেওয়াটাই এক বিস্ময়কর-
ভোরের উষ্ণতাই এনে দেয় এক চঞ্চলকর!
দুপুরে ক্লান্তি ঘাম জানি এক পরশ আকর্ষণ
টেনে আনে এক ঝংকার প্রণয় নিশান;
উড়াই শুধু বৈকাল ক্ষণ- স্নিগ্ধময় মৃদু বাতাস
যেনো সমস্ত সৌরভীর নতুনত্ব শীতল করে গন্ধ;
তারপর ঝাঁঝাল পূর্ণিমা রাত করে থাক ঝলমল!
এভাবেই নতুন বর্ষপঞ্জি আসুক স্বচ্ছ শ্বাস-
আকাশ দেখো, সবুজ দেখো- আরও দেখো
এক পৃথিবীর চোখে ভাল অতঃপর জন্মদাত্রীরা
আরও সুখে থাক, ভাল থাক-এক পৃথিবীর আলো।
১৮ পৌষ ১৪২৬, ০১ জানুয়ারি ২১
————————————-
খুবই ভালো লাগলো
অশেষ ধন্যবাদ জানাই কবি মহী দা
মুক্ত নিঃশ্বাস নেওয়াটাই এক বিস্ময়কর ___ বাক্যটি অসাধারণ চিরন্তনী হয়ে উঠেছে। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। হ্যাপী নিউ ইয়ার।
অশেষ ধন্যবাদ জানাই কবি মুরুব্বী দা আপনাকেউ
হ্যাপী নিউ ইয়ার
কবিতার শিরোনাম, আর আমাদের দৈনন্দিন একইরকম।
শুভকামনা থাকলো দাদা।
অশেষ ধন্যবাদ জানাই প্রিয় কবি নিতাই দা ভাল থাকবেন