বলতে পারো সোনার বাংলা এমন হবে কবে?
কামার কুমার চাষা শ্রমিক সম মর্যাদা পাবে।
দূর্নীতি আর ঘুষের খেলা বাড়ছে সারাবেলা
এসব কিছুর বড় কারণ আদর্শের অবহেলা।
খুনখারাবি রাহাজানি বাড়ে কমছে না তো সমাজ আরো
স্বদেশীয় সংস্কৃতি পালন কর বিজাতীয়টা ছাড়ো।
যানজট আর পরিবেশ দূষণ মুক্ত হবে কবে
শান্তিতে ঘুরে বেড়াবে আর নির্মূল শ্বাস নেবে।
ইভটিজিং আর পরকীয়া কমবে কবে বল
স্ব স্ব ধর্ম পালন করে চলরে সবাই চল।
রচনাকালঃ
২৭/০৪/২০২০
নিখুঁত প্রকাশ । বিমোহিত হলাম
দারুণ মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় কবি
শুভকামনা রইল
খুব সুন্দর অনুভূতির প্রকাশ কবি দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানায় প্রিয় কবি
শুভকামনা রইল সতত
সদুপদেশ। শুভেচ্ছা সহ শুভ সন্ধ্যা প্রিয় কবি অপূর্ব।
দারুণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল সতত প্রিয় কবি
সুস্থ থাকুন সদা প্রিয় কবি
ভালো থাকুন।