জীবনের বিবর্তন

1216_160543

ভাবছি! কবে যে বড় হবো!
এই ভাবতে ভাবতে কবে যে বড় হয়ে গেলাম বুঝতে পারিনি।
ঘুম ঘুম চোখে মক্তব যাওয়া কতটা বিরক্ত ছিল তখন!
তারপর স্কুলে, স্যারদের চোখ রাঙানো, মায়ের কঠিন শাসন থেকে মুক্ত হতে ভাবতাম-
ভাবতে ভাবতে কবে যে বড় হলাম ইটের পেলাম না।

হঠাৎ একদিন পড়ন্ত বিকেলে উড়ন্ত কালো কেশ আমায় ছুঁয়ে গেল,
সারারাত গোল্লা ছুট খেলেছে আমার চোখের আঙিনায়,  ঘুমোতে দিইনি সেই বালিকা।
এই যেন এক অসম্ভব শূন্যতা, যেন এক অচেনা সুখ।
তবে কি বড় হয়ে গেলাম! ভাবতে ভাবতে বালিকার সাথে চুটিয়ে প্রেম।
প্রথম স্পর্শ, প্রথম আলিঙ্গন, প্রথম চুম্বন যেন বদলে দিল সবকিছু।

হঠাৎ সম্পর্কে টানাপড়েন বালিকার সাথে বিচ্ছেদ।
অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে করতে কবে যেন বড় হয়ে গেলাম।
এখন বালিকা দু’সন্তানের জননী, আমিও পিতা।
বড় হয়ে গেলাম।
এখন ভাবছি কেন বড় হলাম!
সেই মায়ের শাসন, বাবার কর্কশ কণ্ঠ, স্যারের বেত্রাঘাত
তখনই ভালো ছিল।

হায়!
জীবনের বিবর্তনে আজ কত অসহায়।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

4 thoughts on “জীবনের বিবর্তন

  1. জীবনের বিবর্তনে আজ কত অসহায়। ___ কথাটি চিরন্তন সত্য। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।