তুমি যে আমার কবিতা

received_63

কবিতা,
তুমি অহর্নিশি …
তুমি অনূ্র্বা মৃত্তিকার কুসুমিত কুমকুম,
তুমি কষ্টের দহনে সহন শান্তির অমরতা
তুমি রঙ মহলে নর্তকীর নাচ
তুমি চির সবুজ যৌবনের অভিলাষ,
তুমি শুভ্র জ‍্যোৎস্নায় তমস‍্য হরিণী ছন্দ
তুমি তমাসিকা-
তুমি নীলাকাশ, তুমি নীল নক্ষত্র
তুমি নীল জ‍্যোৎস্না-!

কবিতা,
তুমি শুভ্র কাশফুল, তুমি শ্বেত কপোত
তুমি দূর্বাঘাসের বুকে ঘুমন্ত শিশির …
তুমি ঝরে পড়া শিউলির কান্না,
তুমি গোলাপ, হাসনাহেনার সুগন্ধা —–
তুমি তাঁতে বোনা খট খট আওয়াজে মিহি মসলিন বেনারসী –
তুমি হাতে বোনা নকশি কাঁথা,
তুমি জামদানী পল্লীর নব শিল্প কলা ;

কবিতা,
তুমি নববর্ষের প্রথম সকালের রৌদ্দুর
তুমি আম্রকাননে কাল বৈশাখী ঝড়,
তুমি অন্ধকার ভ্রুণ ভেঙ্গে জন্ম নিয়েছ
১৪ – ফ্রেব্রুয়ারি ( বিশ্ব ভালবাসা দিবস) সদ‍্যজাত ভোর …
তুমি রাতের আঁধারে অনন্ত কাল জেগে থাকা ক্লান্ত চাঁদ —-
তুমি কনকনে শীতে গরম কাপড়ের উষ্ণতা।

কবিতা,
তুমি সব কিছুর উর্ধ্বে
সেই তুমি চিরচেনা কবিতা ———— ।

তাং 28.12.2020

3 thoughts on “তুমি যে আমার কবিতা

  1. তুমি গোলাপ, হাসনাহেনার সুগন্ধা –
    তুমি তাঁতে বোনা খট খট আওয়াজে মিহি মসলিন বেনারসী –
    তুমি হাতে বোনা নকশি কাঁথা,
    তুমি জামদানী পল্লীর নব শিল্প কলা। ________ অসাধারণ প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।