ঘাস ফুল বিকেলের কাছে

maxresdefault

আমি মেঘ ছুঁয়ে ছুঁয়ে তারার ধূলোয়
কাজল মেখেছি চোখে
আমার মেঘাচ্ছন্ন মন
বাঁধি কেমন করে,
হলুদ দুপুরের গভীরে হারায়
অকারণে,
কত কাল আমি ঘাস ফড়িং আর
নীল প্রজাপতি উড়া দেখিনি,
প্রকৃতির আঁচলে জ্যোৎস্না বিছানো
সবুজ ঘাস বিকেলের পথ ধরে
হাঁটিনি।
কখনই আমি এ হাতে সুন্দরের ফুল
ফোঁটায়নি;
অথচ কানামাছি খেলার ধাঁধাঁয় হেরেছি
শান্তির দূত পায়রা বন্ধের কাছে,
আমি যা পারিনি
সে পেরেছে
কষ্ট মেখেছি এ হাতে লবণ তেঁতুলের,
তারার বৃষ্টির সাথে –
এক মুঠো কষ্ট পুড়ে পুড়ে খাঁটি সুখ
হতে চেয়েছে,
আমার হাতে কষ্টের শব্দাবলী সাজানো
আছে থরে থরে
আমি শব্দগুলো বিষাদের কবিতায় তুলে
এনেছি,
আমি কবিতার দেহ সাজায় ভেঙ্গে পড়া
পুরানো পৃথিবীর জোনাকি আলোয়
একটু হলেও কবিতার মন
ভাল হয়!
চাপাফুলের ঘ্রাণ পায় ঘাস ফুল বিকেলের
ঠোঁটে
বুকের চড়াই – উতরাই ভাঙ্গতে
কবিতা এসে দাঁড়ায় পাশে।

2 thoughts on “ঘাস ফুল বিকেলের কাছে

  1. আমি শব্দগুলো বিষাদের কবিতায় তুলে এনেছি,
    আমি কবিতার দেহ সাজায় ভেঙ্গে পড়া
    পুরানো পৃথিবীর জোনাকি আলোয়
    একটু হলেও কবিতার মন ভাল হয়! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।