অপেক্ষায় থেকো না…
দিন পেরুলেই রাত আসে রাতের নিয়মে
মৃত্যুও ঠিক তেমন…
আর,
আলোর অপেক্ষায় থাকা মানুষ গুলো বরাবরই
অন্ধকারে ডোবে…
যেমন,
ভোরের শিশির ভেজা ঘাসের যৌবন
সূর্যের প্রখরতায় শুষ্ক হয়ে ওঠে।
তারচে ভালো এসো…
ভাগ্যের হালখাতা ধুয়ে মুছে
সময়ের যৌবন আকড়ে, ধর্ম-কর্মে সাজাই জীবন।
মনে রেখো…
মিথ্যে আর স্বার্থরা প্রতিনিয়তই রক্তের মতো ছোটে।
কবিতায় শব্দ আর অনুভূতির সত্যতা প্রকাশে কবিতাকে করেছে চিরন্তনী। গুড লাক।
আপনার মন্তব্য পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমার লেখার সমালোচনাও করবেন যাতে আমি শিখতে পারি।
নিশ্চয়ই করবো প্রিয় কবি। ভালো থাকুন সব সময়।
আমীন
তারচে ভালো এসো…
ভাগ্যের হালখাতা ধুয়ে মুছে
সময়ের যৌবন আকড়ে, ধর্ম-কর্মে সাজাই জীবন।
বেশ ভাবনাময় কবি দা