সময়ের হালখাতা

অপেক্ষায় থেকো না…
দিন পেরুলেই রাত আসে রাতের নিয়মে
মৃত্যুও ঠিক তেমন…

আর,
আলোর অপেক্ষায় থাকা মানুষ গুলো বরাবরই
অন্ধকারে ডোবে…
যেমন,
ভোরের শিশির ভেজা ঘাসের যৌবন
সূর্যের প্রখরতায় শুষ্ক হয়ে ওঠে।

তারচে ভালো এসো…
ভাগ্যের হালখাতা ধুয়ে মুছে
সময়ের যৌবন আকড়ে, ধর্ম-কর্মে সাজাই জীবন।

মনে রেখো…
মিথ্যে আর স্বার্থরা প্রতিনিয়তই রক্তের মতো ছোটে।

আমিনুল ইসলাম রুদ্র সম্পর্কে

মোঃ আমিনুল ইসলাম রুদ্র, জন্ম : ১৪ জানুয়ারি, ১৯৮১। ডাক নাম রুদ্র আমিন (Rudra Amin)। একজন বাংলাদেশ কবি, লেখক ও সাংবাদিক। নক্ষত্র আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতা-২০১৬ কবিতা বিভাগে তিনি পুরস্কার গ্রহণ করেন। জন্ম ও শিক্ষাজীবন মোঃ আমিনুল ইসলাম রুদ্র ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি ও মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন। কর্মজীবন মূল পেশা থেকে দূরে সরে গিয়ে তিনি লেখালেখি এবং সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তিনি প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন। কাজ করেছেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজপোর্টাল নববার্তা.কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি উইকিপিডিয়াকে ভালোবেসে উইকিপিডিয়ায় অবদানকারী হিসেবে উইকিপিডিয়া অধ্যয়নরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫); আমি ও আমার কবিতা (২০১৬); বিমূর্ত ভালোবাসা (২০১৮); অধরা- সিরিজ কবিতা (২০২০) প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)। আমার সকল লেখা পড়তে ভিজিট করুন : রুদ্র আমিন

6 thoughts on “সময়ের হালখাতা

  1. কবিতায় শব্দ আর অনুভূতির সত্যতা প্রকাশে কবিতাকে করেছে চিরন্তনী। গুড লাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনার মন্তব্য পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমার লেখার সমালোচনাও করবেন যাতে আমি শিখতে পারি।

  2. তারচে ভালো এসো…
    ভাগ্যের হালখাতা ধুয়ে মুছে
    সময়ের যৌবন আকড়ে, ধর্ম-কর্মে সাজাই জীবন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।