পৃথিবীর পথে

এই গগন নক্ষত্রের তলে
আছে অজস্র লোকালয়
এই পৃথিবীর অজানা দীর্ঘ পথ
দৃপ্ত পায়ে হেঁটে হেঁটে
দূর্গম দূর্ভেদ্য অন্ধকার
আমি অতিক্রম করতে চাই
দেখব আমি পৃথিবীর অপার
সৌন্দর্য ঘুরে ঘুরে
প্রকৃতির সম্ভারে প্রবেশ করে
কখনো উঠব পাহাড় পর্বতে
কখনো ও বা পাখির ডানায় ভর করে
দেখব অপার সৌন্দর্য
সত্যি সত্যি দেখব আমি পৃথিবীর অপার
সৌন্দর্য ঘুরে ঘুরে
দৃষ্টির অগোচরে রয়ে গেল আমার
কত দেশ বিদেশে কত কত রাজধানী
সেই তুলনায় আমি পৃথিবীর ক্ষুদ্র প্রাণী
দেখনি কখনো স্নিগ্ধ দুপুর দোয়েলের নাচানাচি
শুনিনি কখনো বসন্তের ভোরে কোকিলের গান
আমি পৃথিবীর পথে যেতে যেতে
সকল জরাজীর্ণ কাটিয়ে দিব
দেখব সকল অপার সৌন্দর্য
তাতে আমার শেষ হবে
এই ধরা অভিলাষ।

রচনাকালঃ
১৯/১২/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “পৃথিবীর পথে

  1. ভিন্ন ভিন্ন মাত্রার লিখা উপহারে আপনার জুড়ি সত্যই বিরল। শুভেচ্ছা কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।