গান

images (69)

রাতের নীরবতা মানে জেগে থাকা
পাখিদের গান শুনে- শুনে হয়ে
যাই অম্লান-রঙিন তারা খোঁজা মানে
সোনালি খই ভাজার শব্দ আয়োজনে
আঁখির গোচরে স্নান; তবুও শ্রাবণের
জল শুকাতে চায় না চারিধারে নোনা
প্লাবনে ডুবা প্রাণ- অতঃপর শেষ হতেই
হলো না শেষ- পাখির সোনালি দিনের গান।

২৯ পৌষ ১৪২৬, ১৩ জানুয়ারি ২১
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “গান

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      চমৎকার মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন————

  1. আজকের কবিতা যথেষ্ঠ আকর্ষণীয় মনে হলো। অভিনন্দন প্রিয় বাউল কবি। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      চমৎকার মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।