একটি ছবি

মাগো একটি ছবি আকব
অনেকক্ষণ বসে ভাবছি
রং তুলি হাতে আছে
কি ছবি আকব
ভেবে পাচ্ছি না।

অকস্মাৎ আমার মনে পড়ে
১৯৪৩ সন।
মাগো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা বাংলাকে
হেলা করেছে
সেই হেলার কারণে বাংলায় নাকি দুর্ভিক্ষ হয়েছিল
তখন নাকি বাংলার অলিতে-গলিতে
এমনকি রাজপথে ফুটপাতে লাখ লাখ মানুষ
না খাদ্য পেয়ে ধুঁকে ধুঁকে ঢলে পড়ে মৃত্যুর কোলে
মাগো একি করুন দৃশ্য।
কাক ও কুকুরের সঙ্গে বুভুক্ষু মানুষ খাদ্য না পেয়ে
অখাদ্য-কুখাদ্য খেয়েছে নর্দমার।
মাগো আমি স্কেচ আকব এই দুর্ভিক্ষর উপর
রাস্তার পাশে খালি থালা নিয়ে মুমূর্ষু অবস্থায়
পড়ে আছে এক বৃদ্ধা
যার শরীরের হাড়গুলো যেন শরীর থেকে খসে পড়েছে
পেটের চামড়া পিঠার সাথে লেগে আছে
দুর্ভিক্ষের জন্য
অন্নবিহীন উদরে
অন্নের সন্ধানে সকলে অবিরাম চলছে রাজধানীর দিকে।
এটাই আমার হল একটি ছবি।

রচনাকালঃ
২০/০৪/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “একটি ছবি

  1. কবিতায় যাপিত জীবনের বাস্তবতা উঠে এসেছে। মনে প্রশ্ন জাগে আর কতোকাল … আর কতোকাল। :( তারপরও ভালো থাকুন অনেক ভালো থাকুন কবি অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. নিজের পোস্টে পাঠক মন্তব্যের উত্তর এবং আপনার সহ-ব্লগারদের পোস্টেও তাঁদের লিখায় উৎসাহ দেবেন। ভালো লাগবে। শুভ সকাল কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অবশ্য অন্যের লেখায় মন্তব্য করতে হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif​​​​​​

      দারুণ মন্তব্য করেছেন 

      শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।