কই কোথাও কোনো পরিবর্তন নেই!
কাল তোমার সঙ্গে জোড়া সব সুতো
ছিঁড়ে ফেলার সেই কালো সন্ধিক্ষণে
ভেবেছিলাম সেই কালো রাত চিরস্থায়ী,
সকালের রোদ আর গাইবে না গুনগুন …
জীবন থমকে গিয়ে ভর্ৎসনা করবে …
বেহালার তার সব ছিটিয়ে এদিক ওদিক …
কই সকাল তো সেভাবেই এল
যেমন নৈমিত্তিক ভাবলেশহীন,
খবরের কাগজ থেকে অফিসের বস –
একে একে কাজের ফিরিস্তি –
মুখভার করা ব্যস্ত দুপুর –
শুধু এলোনা তোমার প্রভাতী মেসেজ
ভালো আছ …!
2 thoughts on “ভালো থাকা না থাকা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যাপিত জীবনের এই এক প্রতিচ্ছবি। এর মধ্যেও ভালো থাকা প্রিয় কবি সৌমিত্র।
বেশ মোহনীয় পরিবেশন।