নদীর চরে জেলের নৌকা

6547_o

নদীমাতৃক বাংলাদেশে নদীর আজ অস্তিত্ব হারা,
নদীর মরণদশায় মরছে নদী পাড়ে থাকে যারা।
নদীগুলোতে আজ কালো কুচকুচে বিষাক্ত পানি,
দুর্গন্ধে হয় দমবন্ধ, মানুষ নাকে চাপে রুমাল খানি।

নদীতে শোনা যায় না ঢেউয়ের কোনও শব্দ,
নদীগুলো আজ রোগাক্রান্ত, তাই শব্দহীন স্তব্ধ।
তবুও নদী গিলে খেতে চলছে কতো হানাহানি,
শিল্পপতিরা দিনরাত নদীতে মেশাচ্ছে বিষাক্ত পানি।

শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, করতোয়া,
পদ্মা, মেঘনা নদীতে হয়না কারোর কাপড় ধোয়া।
দেশের নদীগুলো আজ শুকিয়ে হয়েছে চৌচির,
নদীতে নেই মাছ, শুধু পোকামাকড় করে বিরবির।

নদী পাড়ের জেলেরা-সহ মানুষগুলো বড় অসহায়,
জেলেদের চলে না সংসার, কৃষক করে হায় হায়।
নদীর চর জেগেছে, জেলের নৌকা উঠেছে চরে,
জেলেদের ঘরে কান্না, শহরবাসী নানা রোগে মরে।

শুকিয়েছে পানি, বেড়েছে জেলেদের হাহাকার,
বিষাক্ত পানিতে বেড়েছে রোগ, শহরবাসী নির্বিকার।
স্বচ্ছ পানি নেই, পানের অযোগ্য, ফলে না ফসল,
পানির গন্ধে পাখিরাও কাঁদে, মরছে দেশের সকল।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “নদীর চরে জেলের নৌকা

  1. ব্যবহৃত প্রচ্ছদের ছবি এবং শব্দ মিলের লিখায় বরাবরের মতোই আপনাকে সাবলীল লাগলো। শুভেচ্ছা জানবেন কবি লিখক মি. নিতাই বাবু। আশা করবো ভালো আছেন।

    1. ভালো আছি, দাদা। তবে সমস্যা এখনও দূরীভূত হয়নি। আশা করি সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে। শুভকামনা থাকলো।

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।

    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা। আশা করি ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।