কবিদ্বয়ের কবিতা

images (2) (2)

কবিদ্বয়ের তিনটি কবিতা,
কবিতারা চঞ্চল মুখরিত সোনালি মাঠ!
কতটুকু ফসল ঘরে উঠবে প্রত্যাশিত কবিদ্বয় চোখ;
তিন কবিতা কে নিয়ে আশা আঙ্খাকার শেষ নেই
যেনো আকাশ চুম্মি, তারা ছোঁয়া গল্প।

প্রেরণার ছবি বুকে মুখে বসন্ত ফাল্গুন-
দিন যায়- রাত আসে- এ ভাবে চলছে-
কিছু বর্ণমারার প্রেম; আদ্য কবিতাগুলো
কবিতা হয়ে উঠবে? কবিদ্বয়ের জীবিত অবস্থায়-

নাকি ধুসর ফসলের মাঠ হবে-
মেঘঢাকা আকাশ নাকি সবুজ ঘিরা ঘাসের বন !
যেখানে ঘাসফড়িং খেলা করবে আর আবৃত্তি সুরে
কবিতারা চিৎকার বলে কবিদ্বয় ভাল থেকো
নিশ্বাস গেঁথে থাক কবিদ্বয়ের কবিতাসমূহ।

০৯ মাঘ ১৪২৬, ২৩ জানুয়ারি ২১
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “কবিদ্বয়ের কবিতা

  1. কবিতারা চিৎকার বলে কবিদ্বয় ভাল থেকো
    নিশ্বাস গেঁথে থাক কবিদ্বয়ের কবিতাসমূহ।

    ___ আজকের কবিতাটি অনেক বেশী সুন্দর হয়েছে কবি আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম ভাল থাকুবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।