দীর্ঘদিন ঘরে আলো ঢুকে না
দীর্ঘদিন কপাটের ওপারে কী
আছে দেখা হয় না।
শুনেছিলাম করোনার তাণ্ডবে
মানুষ মরে যাচ্ছে, বিশ্বাস হয় নি
ওমন হয় নাকি!
বুকের বোতাম খুলে সদর্পে ঘুরে
বেরিয়েছি বিশ্ব ব্রহ্মাণ্ড, থোড়াই
কেয়ার করেছি করোনা।
করোনা গিমিক মিথ্যা প্রমাণ করতে
কোন কসুর রাখিনি। নিজে আক্রান্ত
হই নি, করোনা মিথ্যা।
করোনার অস্তিত্ব ভুলতে বসেছিলাম।
অন্যের করোনাক্রান্ত খবরে অবহেলার
হাসি হেসেছিলাম।
সবকিছু নিজের মত চলছিল, অস্বীকার
তত্ত্বে নিজেকে নিরাপদ ভেবে আত্মতৃপ্তির
পরিধি বর্ধিত করেছিলাম।
নিজে নিরাপদ ছিলাম ঠিকই, শ্বাসের কষ্টে
বুক চুপসে গেলে সামান্য অক্সিজেনের
জন্য হাঁসফাঁস করতে হয় নি।
আমার অস্বীকারে করোনা থেমে থাকে নি
তার দর্প ঠিকই দেখিয়ে দিয়েছে, হারিয়েছি
প্রিয় পিতাকে, মমতাময়ী মাতাকে।
তাদের মৃত্যুর জন্য পরোক্ষভাবে আমি দায়ী
করোনা আমিই বহন করে নিয়ে গেছি, করোনা
তাচ্ছিল্য আমাকে ক্ষমা করে নি।
দীর্ঘদিন কপাট খুলিনি, আলোর খবর জানি না
দীর্ঘদিন। করোনা সত্য, অনেক মূল্য দিয়ে
উপলব্ধি করতে পেরেছি।
নিরাপদ এক সকালের অপেক্ষায় আজও আছি …