কি হবে

mdefault-8

চোখের দেখা- দেখে কি হবে-
মনের দেখা- দেখলে না ভব সংসারে;
শেষ বেলাতে বিবেক কেঁদে, কি হবে-
শিক্ষার আগুন নিভে গেলো দ্বিগুণ-
তবুও ভয় পেলে না শুধু মরণে, চোখের
মায়া অন্ধ দূর- বহুদূর

ধর্মগুরু অন্ধসুরু আসল চিনবে কি ভাবে?
যখন আবেগ এসেছে শেষ বেলায়- তখন
চোখের দেখা দেখে কি হবে- অন্তর দিয়ে
দেখলে না- ভালমন্দ বুঝলে না- চোখের মায়া
অন্ধ দূর- থাকলে কাছে কষ্ট সুখ- মরতে হবে সত্য-
এখন মরনে ভয় পেয়ে কি হবে

২০ মাঘ ১৪২৬, ০৩ ফেব্রুয়ারি ২১
———————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “কি হবে

  1. চোখের দেখা দেখে কি হবে- অন্তর দিয়ে
    দেখলে না- ভালমন্দ বুঝলে না- চোখের মায়া
    অন্ধ দূর- থাকলে কাছে কষ্ট সুখ- মরতে হবে সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      ভাল লাগার জন্য শেষ ধন্যবাদ জানাই 
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।