হানিবি

রজনীরে বহুবার বলেছি দিওনা বিরহ
আমি দিনকাতর মানুষ
আমি ফুল শুঁকি প্রাণের ঘ্রাণে
রুটি আর মধু সহযোগে
আমি জলের উৎসে দাঁড়াই
মধু থেকে করি মোমকে আলাদা আর
নিজেই গলে যেতে থাকি
ভেতরকার সলতে থেকে মুহুর্মুহু জ্বলে দাবানল

রজনীকে বলি বিরহ দিওনা
অথচ সে যেন এক নারী
মধু থেকে বিভক্ত করে সে আমাকে পোড়ায়

আমি পুড়ি আর ভাবি
আমি কি আলো
নাকি বিনাশেই আমার সমৃদ্ধি?
রজনীর জন্যে আমি কৃষ্ণপক্ষ পাথর
অথবা মধুতে চোবানো মোম
শত দহনেও জেগে উঠি না
বারবার পুড়বার সক্ষমতা হারাই
তাহলে আমিই সেই মধু!

4 thoughts on “হানিবি

  1. রজনীরে বহুবার বলেছি দিওনা বিরহ
    আমি দিনকাতর মানুষ। ___ কবিতায় অসম্ভব অনুভবের প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।